ফুলতলা (খুলনা) প্রতিনিধি: সোমবার বিকালে ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে দামোদর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা মোল্যা মনিরুল ইসলাম, মিজানুর রহমান ভুঁইয়া, জামাল হোসেন ভুঁইয়া, মোঃ ইব্রাহীম সরদার, মোতাহার হোসেন কিরণ, আনিছুর রহমান পলাশ, শেখ মহিউদ্দিন, কবির জমাদ্দার, শরিফুল ইসলাম মিকু, মোঃ আলমগীর হোসেন মোল্যা, মোঃ ইদ্রিস আলী মোল্যা, পিন্টু জমাদ্দার, আঃ রহিম গাজী, টিটো জমাদ্দার, মোঃ তরিকুল ইসলাম, মোঃ রউফ গাজী, মোঃ মাসুদ রানা, মোঃ ফয়সাল হোসেন, মিতা পারভীন, ইয়াসমিন ভুঁইয়া, মোঃ ইলিয়াস ভুঁইয়া, মোঃ খলিল গাজী, মোঃ ইউনুচ আলী, আকতারুজ্জামান কচি, আশরাফুল আওয়াল, মোঃ মাসুম ভুঁইয়া প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ আঃ মতিন।