Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর-নড়াইল সড়কে দুর্ঘটনায় একজন আহত, সড়ক অবরোধ

এখন সময়: শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, ০১:১৫:৩৩ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কের দায়তলা বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে দায়তলা বাজার এলাকায় দ্রুতগতির একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে ওই ব্যক্তি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে এবং দায়তলা বাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে রোড অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের ফলে যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে কিছু সময় পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)