Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪

এখন সময়: শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, ০১:১৫:১৩ এম

ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, ৮০০ রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ৪টা ১৬ মিনিটে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, গত বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে একটি করে পিস্তল, ম্যাগজিন ও এয়ারগান, ৮০০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বেশ কিছু দেশি ধারালো অস্ত্র ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে দিঘলিয়া গ্রামের তোফায়েল মন্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়ার রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগর থানার বইশখালি গ্রামের ইসমাইল হোসেন পিন্টু (৫০) এবং একই গ্রামের আমিনুর গাজীকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এদিকে, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, প্রথমে দিঘলিয়া গ্রামের তোফায়েল মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনুরকে আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)