Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির নেতৃত্বে আব্দুর রশিদ-রবীন্দ্রনাথ

এখন সময়: শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, ০১:১৪:৩২ এম

ফরহাদ খান, নড়াইল: বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সদরের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদকে সভাপতি এবং গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। এ কমিটি ঘোষণার মধ্যদিয়ে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন-প্রধান শিক্ষক আব্দুর রশিদ এবং তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন রবীন্দ্রনাথ মন্ডল। এদিকে, রবীন্দ্রনাথ মন্ডলের চাকরির মেয়াদ দুই বছর থাকায় পরবর্তীতে এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মেজবাহ উদ্দীন এ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত নড়াইল সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন-প্রধান শিক্ষক মহিদুর রহমান, ফরিদুল ইসলাম, ফকির ওয়াহিদুজ্জামান, ধ্রুব কুমার ভদ্র, হায়দার আলী, নিমাই চন্দ্র পালসহ অনেকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)