কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ আহসান হাবিব। তিনি উপজেলার ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফলাফলে মাধ্যমিক পর্যায়ে মোঃ আহসান হাবিব প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নির্বাচিত হন। গত বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। আহসান হাবিব ১৯৯০ সালের ১৬ জানুয়ারি উপজেলার ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে শিক্ষাকতার কর্মময় জীবন শুরু করে ছিলেন এবং ২০০৬ সালের ৯ এপ্রিল তারিখে তিনি ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি দীর্ঘ ১৬ বছর বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়টিকে মনোরম পরিবেশে সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করে তুলেছেন। এবং প্রতি বছর এসএসসি পরীক্ষায় পরীক্ষায় অংশ নিয়ে খুব সফলতা লাভ করে থাকে। উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব সন্যাসগাছা গ্রামের বাসিন্দা। তিনি পরিবার পরিজনদের নিয়ে গৌরিঘোনা ইউনিয়ন সন্যাসগাছা গ্রামে বসবাস করছেন।