Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেগম খালেদা জিয়ার স্বপ্নপূরণে কাজ করতে চাই : রাশেদ খাঁন

এখন সময়: শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, ১০:২৩:৪২ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনিত প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, সেই আপোষহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার স্বপ্ন পূরণে কাজ করতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ আসনে আমাকে ধানের শীষের প্রার্থী মনোনিত করেছেন। আমি নির্বাচিত হলে কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা গড়তে কাজ করব। রোববার বিকালে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-এ জেলা থেকে জুলাই আন্দোলনের শুরুতে প্রথমে আমি আটক হয়েছিলাম। তারেক রহমানে নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলাম। সেই গণ-আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা ব্যক্তিকে নয় দলকে ভালোবাসেন। তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে আসনটি তাকে উপহার দিতে চাই। তারেক রহমান দেশের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করেছেন। আমরা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। আপনারা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন আহবান করছি। আমি তারেক রহমানের নির্শেনা মেনে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাড. এমএ মজিদ। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি রওনকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)