খুলনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ), খুলনা বিশ্ববিদ্যালয় শাখা এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, এনটিএ খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রফেসর শরিফ মোহাম্মদ খান-সহ এনটিএ ও ইউট্যাবের সদস্য শিক্ষকবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী, কর্মকর্তাদের সংগঠন ‘বন্ধন’-এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।