মাসুম বিল্লাহ : যশোর সদরের ফতেপুরে টিএম মামুন কায়সারের খেজুর বাগান শুক্রবার সকালে পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় পরিদর্শন দলের নেতৃত্বে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. হারুনুর রশিদ।
তার সঙ্গে ছিলেন বিএডিসি’র যুগ্ম পরিচালক এ কে এম কামরুজ্জামান, হর্টিকালচার সেন্টার উপপরিচালক কৃষিবিদ দীপঙ্কর কুমার দাস, ডিএই’র অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. আবুল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কৃষিবিদ কিশোর কুমার সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.আবু ইছা প্রমুখ।