মিরাজুল কবীর টিটো : যশোরের দুটি স্কুলসহ আটটি প্রতিষ্ঠানের গেটে ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা পোস্টার দেখে হতবাক হয়েছেন। অথচ যথা নিয়মে স্কুল, শিক্ষা অফিসসহ প্রতিষ্ঠান গুলোর কার্যক্রম চলেছে।
এর সত্যতা স্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার-ক সার্কেল আহসান হাবীব।
তিনি জানান-রোববার রাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ৮টি প্রতিষ্ঠানের গেটে শাটডাউন লেখা পোস্টার লাগানো বিষয় জানতে পারি। তাৎক্ষনিক ওই প্রতিষ্ঠান গুলোতে যাই। এর মধ্যে জিলা স্কুলের গেটে শাটডাউন লেখা পোস্টার লাগানো পাই, সেটা অপসারণ করি। বাকি প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের পোস্টার পাইনি।
জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, লকডাউন পোস্টার লাগানো যাদের কাজ,তারা লাগিয়েছে। এ পোস্টারে কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের ন্যায় ছাত্ররা স্কুলে এসেছে, তাদের ক্লাস নেয়া হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বলেন, আমি সারাদিন কাজে বাঘারপাড়ায় ছিলাম। বিষয়টি আমার জানা ছিল না। পরে অফিসে খোঁজ নিলে বিষয়টি কেউ জানাতে পারেনি। তবে কারা কেন এ পোস্টার লাগিয়েছে তার কোনো ক্লু খুঁজে পাইনি।