Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সতীঘাটায় সম্পত্তির লোভে নিঃসন্তান দেখিয়ে আদালতে মামলা

এখন সময়: সোমবার, ১৭ নভেম্বর , ২০২৫, ০৩:৩৪:১০ এম

 

জাকির হোসেন,কুয়াদা : যশোরের সতীঘাটায় সম্পত্তির লোভে এক পরিবারকে নিঃসন্তান দেখিয়ে আদালতে প্রতারণামূলক  মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৬/৭ বছর ধামাচাপা দিয়ে মামলাটি চলমান । সম্প্রতি  বিষয়টি জানতে পেরে ওই পরিবারসহ এলাকায় তুলকালাম কাণ্ড চলছে।

জানাযায়, সদর উপজেলার সতীঘাটা পান্তাপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলী মুন্সী ওরফে সরদার আহম্মাদ মুন্সীর  পুত্র গোলাম সরোয়ার, গোলাম মোস্তফা, ফাতেমা বেগম একত্রে যোগসাজসে যশোর যুগ্ম জেলা জজ এক নম্বর আদালতে মামলাটি দায়ের করেন।

রামনগর ইউনিয়নের ২১৫ নম্বর পান্তাপাড়া মৌজায় সর্বমোট ২৮টি দাগে ৬ একর ১৬ শতাংশ জমি নিয়ে মামলাটি হয়। যার মামলা নম্বর- টিএস ৩৫৩/২০১৯ইং।

বর্ণিত মামলায় পান্তাপাড়া গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আবুল কালাম তার শতাংশে জমিতে স্বত্ব দখল পরিচালনা করে আসা কালে স্ত্রী সন্তানহীন অবস্থায়  চাচাতো ভাই মুন্সী আহাম্মদ আলী সরদারকে পর্চাতে ওয়ারেশ  রেখে মৃত্যুবরণ করলে আবুল কালাম ত্যাক্ত শতাংশ  চাচতো ভাই আহম্মদ আলী সরদার এককভাবে সম্পত্তি প্রাপ্ত হয়।

 এছাড়া তিনি ফরহেজগার  মৌলভী ও ইমামতী করায় আহম্মাদ আলী সরদার ওরফে মুন্সী হিসাবে পরিচিত বলে  মামলায় উল্লেখ করা হয়েছে। যাহা কাল্পনিক বটে ! উল্লেখ্য ২০০৬ ইং সালে আহম্মাদ আলী মুন্সি এবং ২০১৩ সালের ১৮ এপ্রিল আবুল কালাম মৃত্যুবরণ করেন।

প্রকৃতপক্ষে, গ্রামের মৃত্যু আবুল কালামের ওয়ারেশগন জীবিত রয়েছে। তারা হলেন ; পুত্র গোলাম রব্বানী (৫৫), কন্যা জীবননেছা (৫৮) সাইফুন নেছা (৫০) শামছুন্নার ওরফে ছায়া (৪০), স্ত্রী রহিমা বেগম (৭০) বর্তমানে সকলেই জীবিত। কিন্তু বর্ণিত মামলায় তাদেরকে নিঃসন্তান দেখানো হয়েছে। যাহা সম্পূর্ণ  মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক বটে।

 উল্লেখ্য গোলাম রব্বানী একজন ব্যবসায়ী, জীবননেছা গৃহিনী, সাইফুল নেছা কালীগঞ্জ মহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষিকা, সামছুন্নাহার ছায়া যশোর নজরুল ইসলাম ডিগ্রি কলেজে কর্মরত।

কিন্তু বাদীপক্ষের প্রতারকদ্বয় গোলাম মোস্তফা একজন হাজী ও সতীঘাটা  বাজার জামে মসজিদের সভাপতি বটে ! এদিকে এ মামলার বিষয়ে বাদি গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।

অপরদিকে, এ প্রতারণামূলক কর্মকাণ্ডের সুবিচার দাবি করেছেন এলাকার সচেতন মহল।

এ বিষয়ে বিবাদীপক্ষের গোলাম রব্বানী প্রতারকদ্বয়ের  বিরুদ্ধে পাল্টা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)