শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের একটি কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে কবর জিয়ারত করতে গিয়ে স্থানীয় দুই ব্যক্তি প্রথমে এসব ককটেল দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, গোগা গ্রামের মোজাম্মেল হক ও তার ভাই দুরুদ আলী তাদের পিতার কবর জিয়ারত করতে বাগানপাড়ার কবরস্থানে যান। এসময় তারা কবরের পাশে কাঠের গুড়া ভর্তি দুটি বালতি পড়ে থাকতে দেখেন। পরে একটি বালতি সরাতে গেলে এর ভেতর ককটেল সাদৃশ্য বস্তু তাদের নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা গোগা বিজিবি ক্যাম্পে খবর দেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা শার্শা থানা পুলিশকে অবহিত করেন। এরপর শার্শা থানার এসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কবরস্থান ও আশপাশের এলাকা থেকে মোট ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। পরে সেগুলো জব্দ তালিকা প্রণয়নপূর্বক থানায় নিয়ে যাওয়া হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং কারা রেখে গেছে-তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।