নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সকালে মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের হল রুমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মমিনুল হকের সভাপতিত্বে ও প্রভাষক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি আলমগীর কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল আজিজ, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, প্রভাষক দিলরুবা পারভিন, প্রভাষক খান মাহাবুবুর রহমান, প্রভাষক শাহাজান আলী, প্রভাষক মোহাম্মদ আব্দুস সেলিম, মোহাম্মদ মহিউদ্দীন, প্রভাষক আনিসুর রহমান প্রমুখ।
পৌর মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৯ কৃতি শিক্ষার্থীদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।