মোংলা প্রতিনিধি: সুন্দরবনের মরা পশুর এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় পাঁচ জনকে আটক করেছে বন বিভাগ। আটককৃতরা হলেন, জামাল শেখ (৪৫), ইমদাদুল সরদার শেখ (৪০), রাসেল শেখ (২৮), রমজান সরদার (২৭), রাজু সরদার (২২)।
শনিবার দুপুরে চাঁদপাই স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় বনের ভিতরে ঠাকুর খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি কীটনাশকের বোতল ও সাত কেজি চিংড়ি মাছ এবং একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আটককৃতরা সকলে বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বন বিভাগ চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস আটক ৫ জনের বিরুদ্ধে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।