বারোবাজার প্রতিনিধি : ঝিনাইদহের বারোবাজার এলাকার কিশোর নাহিদ ইসলাম (১৫) শনিবার সকালে ব্রেন টিউমারের জটিলতায় মৃত্যুবরণ করেছেন। বেশ কয়েক মাস ধরেই তিনি মারাত্মক ধরনের ব্রেন টিউমারে ভুগছিলেন। চিকিৎসার জন্য বিভিন্ন সময় হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থার খুব বেশি উন্নতি হয়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, গত রাতে হঠাৎ করে নাহিদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। জরুরিভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তবে শেষ পর্যন্ত তাদের সব প্রচেষ্টা বিফল হয় এবং আজ সকালে নাহিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাহিদের সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা জানান, সে ছিল শান্ত, ভদ্র এবং খুবই মেধাবী একটি ছেলে। তার অকাল মৃত্যুতে সবাই গভীর শোক প্রকাশ করেছেন। স্কুলেও শোকের আবহ নেমে আসে। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে এবং শিক্ষকরাও তাকে হারানোর বেদনা এড়াতে পারেননি।