নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্তের কোদলা নদীতে অজ্ঞাত একটি লাশ ভেসে ওঠে বুধবার বিকেলে। পরে রাতে ভারতীয় পুলিশ লাশটি নদী থেকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে মাঠিলা সীমান্তের ভারতীয় অংশে কোদলা নদীতে অজ্ঞাত একটি লাশ ভেসে ওঠে। লাশটি দেখে এলাকাবাসী বিজিবি ও ভারতীয় পুলিশকে খবর দেয়। পরে রাতে ভারতের নদীয়া জেলার রানাঘাট থানা পুলিশ এসে নদীতে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
মাঠিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দীন মহি জানান, লাশটি ভারতীয় অংশে ভেসে থাকার কারনে আমরা দেখতে পারিনি। আমাদের এলাকার কেউ নিখোঁজ আছে কিনা তাও জানতে পারেনি।
মাঠিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম জানান, এ এলাকার কেউ নিখোঁজ আছে কিনা সেটাও দেখা হচ্ছে।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্নেল রফিকুল আলম জানান, বুধবার রাতে কোদলা নদীতে ভারতীয় অংশে একটি ভাসে ওঠে। লাশটি বিকৃত অবস্থায় ছিল। এ খবর পেয়ে ভারতীয় পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।