প্রেস বিজ্ঞপ্তি : ‘কর্ম সংস্থান অথবা বেকার ভাতা’র লড়াই শানিত কর-ন্যায় ও সমতার সমাজ গড়’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে বিপ্লবী যুবমৈত্রী যশোর জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে আজ (শনিবার)।
এদিন বেলা ১১টায় আলমগীর সিদ্দিকী হল (টাউন হল) হলে এই সম্মেলনের উদ্বোধন করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও উদ্বোধন করবেন- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এ এস এম কামাল উদ্দিন।
এছাড়া আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন-কবি মাশুক শাহী, তসলিম-উর রহমান, শেখ আলাউদ্দীন, আমিনুল ইসলাম অনল, আহাদ আলী মুন্না।
সম্মেলনের সভাপতিত্ব করবেন মঞ্জুরুল আলম।