নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুর উপজেলার পদ্ম পুকুর সরকারি ডিগ্রী কলেজের নবগঠিত ছাত্রদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে বুধবার দুপুরে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ফটকে পথসভা অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হামিম হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম শান্ত, রাসেল রানা, ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, প্রচার সম্পাদক রাসেল, দপ্তর সম্পাদক অনিক মিয়া, ক্রীড়া সম্পাদক রাসেল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাশেদ মিয়া প্রমুখ।