Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরা উপকূলের দুই শিশু

এখন সময়: সোমবার, ১০ নভেম্বর , ২০২৫, ১২:৩৯:১২ এম

সাতক্ষীরা প্রতিনিধি: আগামী ১০-২১ নভেম্বর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে কপ-৩০ সম্মেলন। সারা পৃথিবী থেকে প্রায় ১৫০ দেশের প্রতিনিধি মিলিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার সমাধান খুঁজবেন। ১২ হাজারের বেশি জলবায়ু আন্দোলনের সক্রিয় কর্মী এই সম্মেলনে অংশ নিবেন। আর এবারের এই বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশে থেকে শিশু প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন নওশীন ইসলাম ও  নুর আহমেদ জিদান।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে দাঁড়িয়ে তারা বিশ্বের সামনে বাংলাদেশের উপকূলের শিশুদের বাস্তবতা তুলে ধরবেন।

আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের মোঃ শহীদুল ইসলাম ও জেসমিন শিক্ষক দম্পতির সন্তান। প্রতাপনগর ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী নওশীন ইসলাম,  তিনি আশাশুনি উপজেলা শিশু ফোরামের সভাপতি এবং গত কয়েক বছর ধরে শিশু সুরক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছেন।

অন্যদিকে, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের জি.এম. রইসউজ্জামান এবং মোছাঃ লায়েকা খানম দম্পতির সন্তান বাসিন্দা নুর আহমেদ জিদান। কেন্দ্রীয় উপকূলীয় শিশু ফোরামের সভাপতি সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

তারা দুইজন জাগ্রত যুব সংঘ, চিলড্রেন ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড উজজ এবং কঘঐ-ইগত-এর সহযোগিতায় এই বৈশ্বিক সম্মেলনে অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, ১১ তারিখ বাংলাদেশ থেকে রওনা করবেন ব্রাজিলের উদ্দেশ্যে এবং ১২-১৬ তারিখ পর্যন্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং ১৭ তারিখ ঢাকা ফিরবেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)