শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁচ রাস্তার মোড়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে থেকে র্যালি শুরু হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, জেলা বিএনপির সদস্য অ্যাড ফারহানা জাহান নিপা ও কেন্দ্রীয় তাতী দলের যুগ্ম আহবায়ক ডক্টর কাজী মনির। উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা তালুকদার মধু, নাজমুল আহসান শিমুল গাজী, যুবদলের আহবায়ক মোল্লা ইব্রাহিম প্রমুখ।