Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুর প্রেসক্লাবে ইউএনও শাহীনুর আক্তারকে বিদায় সংবর্ধনা

এখন সময়: শুক্রবার, ২৪ অক্টোবর , ২০২৫, ০৯:০০:০১ পিএম

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব মহম্মদপুর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

সভাপতিত্ব করেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি ও দৈনিক ভোরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আজিজুর রহমান টুটুল।

সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন এবং গ্রামের কাগজের উপজেলা প্রতিনিধি এস. আর. এ. হান্নান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও শাহীনুর আক্তার।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদনাম আকিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ, তথ্যসেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অবজারভার পত্রিকার সিনিয়র সাংবাদিক মো. রফিকুল ইসলাম, ইত্তেফাকের প্রতিনিধি মেহেদী হাসান পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. মাসুদ রানা, দৈনিক লোকসমাজের প্রতিনিধি মো. তরিকুল ইসলাম তারামিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানবজমিন প্রতিনিধি আলহাজ্ব মাহামুদুন নবী ডাবলু এবং যুগ্ম সম্পাদক ও ভোরের দর্পণ প্রতিনিধি মো. রাসেল পারভেজসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ইউএনও শাহীনুর আক্তার মহম্মদপুরে ৯ মাস ৭ দিন দায়িত্ব পালনের পর সম্প্রতি যশোর জেলার চৌগাছা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি হয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)