Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ২৪ অক্টোবর , ২০২৫, ০৯:০৩:৪৬ পিএম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা-২ (শালিখা-মহম্মদুপর) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন এর নেতৃত্বে ধানের শীষের পক্ষে বুধবার বিকেলে নির্বাচনী গণমিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী সালিমুল হক কামাল প্রধান অতিথি হিসেবে মিছিল ও শোডাউনে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।

বিকেল ৪টার দিকে ধোয়াইল স্কুল মাঠে নেতাকর্মীরা সমাবেত হয়। সেখান থেকে হাজার হাজার নেতাকর্মী সহকারে একটি বিশাল মিছিল মহম্মদপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ রওশন মার্কেট চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মিছিল ও শোডাউনের সম্পাপ্তি ঘটে।

বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের অংশগ্রহণে মিছিলটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মো. গোলাম আযম সাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারমান মো’ আকতারুজ্জামান আক্তার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)