ফরহাদ খান, নড়াইল: এস এম সুলতান বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, সংগ্রহশালা পর্যটনবান্ধব ও সুলতান ঘাট নির্মাণের দাবি উঠেছে। দর্শনার্থীসহ নড়াইলের বিভিন্ন পেশার মানুষ জানান, দীর্ঘ সাত বছরেও সুলতান সংগ্রহশালা পর্যটনবান্ধব এবং চিত্রা নদীপাড়ে ‘শিল্পী এস এম সুলতান ঘাট’ নির্মাণ কাজ বাস্তবায়ন হয়নি। এদিকে, দ্রুত এস এম সুলতান বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিও সুলতানপ্রেমীদের।
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী বলেন, সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশবরেণ্য গুণীজনের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দাবি, শিক্ষায় অনগ্রসর নড়াইলেও এস এম সুলতানের নামে একটি বিশ্ববিদ্যালয় করা হোক। এতে ইতিহাস-ঐহিত্য সমৃদ্ধ নড়াইলে শিক্ষার মানোন্নয়ন হবে।
খুলনার ফুলতলা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও মেহরিন রিমু বলেন, প্রথমবার সুলতান সংগ্রহশালায় এসেছি। ওনার (সুলতান) আঁকা ছবি দেখে মুগ্ধ। এখানকার প্রকৃতিও অনেক সুন্দর। তবে, প্রবেশের রাস্তা খুব চাপা। বড়করা প্রয়োজন। ঢাকার মিরপুরের আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম মাদরাসার শিক্ষার্থী মঈন জামিল বলেন, এস এস সুলতান সংগ্রহশালার গাছপালা, চিত্রা নদীসহ প্রাণ-প্রকৃতি খুব সুন্দর। এখানে আরো উন্নয়ন চাই। লোহাগড়ার কুমড়ি গ্রামের হৃদয় মোল্যা বলেন, সুলতান দাদুর পেশিবহুল ছবি দেখে আমরা তরুণ প্রজন্ম ভালো কাজের অনুপ্রেরণা পাই। মনোবল বেড়ে যায়।
শিক্ষক টিপু সুলতান ও বিএম মিজানুর রহমান বলেন, শান্ত-স্বচ্ছ প্রকৃতিঘেরা চিত্রা নদীর পাড়ে এস এম সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ তথা দ্বিতলা নৌকাঘাটটি পর্যটক এবং শিশুদের কাছে অন্যতম আকর্ষণ। তবে, ২০১৮ সালের জুনে ঘাট নির্মাণের কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা বন্ধ রয়েছে। আগাছা ও জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে ‘শিল্পী এস এম সুলতান ঘাট’টি।
চিত্রশিল্পী নয়ন বৈদ্য বলেন, সংগ্রহশালায় সুলতান দাদুর অঙ্কিত ২৩টি মূল ছবি রয়েছে। এছাড়া রেপ্লিকা আছে ৫১টি। দেশ-বিদেশ থেকে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন এখানে। লম্বা ছুটির দিনগুলোতে বেশি পর্যটক আসেন।
এদিকে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি বলেন, এখানে জনবল সংকট রয়েছে। আমরা আবেদন করেছি। জনবল সংকট দুর হলে ছুটিরদিনসহ অন্যান্য সময়ে দর্শনার্থীদের আরো বেশি সেবা দিতে পারব।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান জানান, সুলতান সংগ্রহশালা পর্যটনবান্ধব করতে প্রায় ছয় কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে সুলতান সংগ্রহশালার ঘাট নির্মাণ, দ্বিতলা নৌকা সংস্কারসহ এলাকাটি পর্যটনবান্ধব করতে প্রায় ২০ কোটি টাকার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই অর্থও বরাদ্দ না হওয়ায় এতো বছরেও এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর বরেণ্য এই শিল্পী অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন চিত্রা নদীপাড়ের ‘লাল মিয়া’ তথা এসএম সুলতান। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি।