পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলার মোংলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম এ জালাল উদ্দিন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু। বক্তৃতা করেন সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসাইন, জান্নাতুল নাহার, গনেশ দাস, গাজী আলম হোসেন প্রমুখ।