পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে অভিভাবক ও এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া দাখিল মাদরাসা সংলগ্ন মেইন রাস্তায় খড়িয়া গ্রামবাসী অভিযুক্ত বাদশার শাস্তি ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করে। বক্তব্য রাখেন খড়িয়া দাখিল মাদরাসার সুপার জিএম মনিরুজ্জামান, মাদ্রাসার সভাপতি ও সাবেক শিক্ষক মোঃ ছামছুর রহমান গাজী, গ্রামবাসীর পক্ষ থেকে মোঃ হযরত আলী। গত ৫ অক্টোবর দুপুরে খড়িয়ার শিশু শিক্ষার্থীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করে। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা হয়।
অভিযুক্ত বাদশা জানান, সে সম্পর্কে আমার শ্যালিকা হয়। তার সাথে এ সংক্রান্ত কোন ঘটনা আমার ঘটেনি। তবে আমার দোকান নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ থাকায় তারা উদ্দেশ্যমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এদিকে বিক্ষপ্ত জনতা অভিযুক্ত বাদশার দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।