পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জেলা পরিষদের অর্থায়নে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা বন বিভাগের সহযোগিতায় বুধবার সকাল ১১ টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ছাত্র ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৫ জন ছাত্র ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুস্মীতা সোম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইতি রাণী বিশ্বাস, নাজনিন নাহার, শামছুর নাহার রুমা, রেহানা আক্তার, সুচিত্রা অধিকারী, চম্পা মিস্ত্রী, পম্পা চক্রবর্তী, অবসর প্রাপ্ত স্বাস্থ্য সহকারী মোঃ নূর আলী মোড়লসহ অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার ৬ টি গাছের চারা বিতরণ করা হবে।