কেশবপুরে মাইকেল হাসপাতালসহ দুই ফার্মেসিকে জরিমানা

এখন সময়: শুক্রবার, ১৪ জুন , ২০২৪, ১০:৪০:১৩ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরের মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকসহ তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মেয়াদোত্তীর্ণ ওষুধ, সেবার মূল্য তালিকা না থাকায়  ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় এ জরিমানা আদায় করা হয়। সোমবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরটির সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পণ্যের মোড়ক ব্যবহার না করায় নয়ন ফার্মেসিকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ  ওষুধ সংরক্ষণ করায় ইসলাম মেডিকেলকে ১৫ হাজার টাকা ও  মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিককে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সেবার মূল্য তালিকা না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।