যশোরে জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

সেমিফাইনালে মাগুরা, না খেলেই ফাইনালে নড়াইল

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৪:৩৯:২০ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে মঙ্গলবার শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতা। সেমিফাইনালে উঠেছে মাগুরা জেলা দল। অপরদিকে, না খেলেই প্রতিযোগিতার ফাইনালে চলে গেল নড়াইল জেলা দল। দিনের প্রথম খেলায় সাতক্ষীরা জেলা দল মাঠে না আসায় ওয়াক ওভার পায় নড়াইল জেলা দল। এতে ম্যাচ না খেলেই প্রতিযোগিতার ফাইনালে উঠে গেলো নড়াইল। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় মাগুরা জেলা দল ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে খুলনা জেলা দলকে। এ জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলো মাগুরা জেলা দল। মাগুরা জেলা দলের তানিয়া খাতুন ২৭ ও ৩৮ মিনিটে ২ টি, মিশু রানী ৩০ ও ৪৭ মিনিটে ২ টি এবং প্রেমা রানী মন্ডল ২৪ মিনিটে এবং ফারজানা মন্ডল ৫০ মিনিটে উভয়ে একটি করে গোল করেন। অপর গোলটি হয় অত্মঘাতী। খুলনা জেলা দলের চৈতি রায় মুন্নি ম্যাচের ৬৪ মিনেট অত্মঘাতী গোলটি করেন। আজ বিকেল ৪ টায় সেমিফাইনালে মাগুরা জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক যশোর জেলা দলের সাথে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে ১৮ এপ্রিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় হচ্ছে এ প্রতিযোগিতা। খেলা শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু।