যশোরে আজ শুরু হবে জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতা

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০১:২৭:৩৩ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে আজ মঙ্গলবার শুরু হবে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে আগামী ১৮ এপ্রিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার খেলাগুলি। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৫ টি দল। বিকেল ৩ টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও মাগুরা জেলা দল ।  ৪ টায় দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে সাতক্ষীরা ও নড়াইল জেলা দল। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় ২০১৫ সাল থেকে হয়ে আসছে নারী অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট কর্মসূচি। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দেশের ৬ ভেন্যুতে শুরু হবে দশম আসরের আঞ্চলিক পর্ব। ৬ অঞ্চলের চ্যাম্পিয়ন, সেরা একটি রানার্সআপ ও চূড়ান্ত পর্বের আয়োজকদের নিয়ে হবে শিরোপা নির্ধারণী পর্ব। এবারের আঞ্চলিক পর্বের আয়োজক জেলা ৬টি হচ্ছে মাদারীপুর, রাজশাহী, দিনাজপুর, ফেনী, যশোর ও জামালপুর। ৬ ভেন্যুতে অংশ নিচ্ছে ৩০ টি জেলা। প্রতিটি দল অংশগ্রহণ ফি পাচ্ছে ২৫ হাজার টাকা করে। আর যে ৬ টি জেলা প্রথম রাউন্ড আয়োজন করছে তারা পাবে ৩০ হাজার টাকা করে। এদিকে, যশোরে দ্বিতীয় খেলা শুরুর আগে প্রতিযোগিতার উদ্বোধন করা হবে বলে জানান আয়োজকরা। উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু।