তালায় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারে খাদ্য সহায়তা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৯:৫৪:৩৯ এম

তপন চক্রবর্তী, তালা (সাতক্ষীরা) : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেড়িবাঁধ ভেঙে প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে কপোতাক্ষ খনন প্রকল্পে’র টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) এলাকায় তালা উপজেলার বালিয়া গ্রামে ২১টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন , সাবেক ইউপি  চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি সোয়াবিন তৈল, দুই কেজি আলু ও একটি সাবান দেয়া হয়।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কপোতাক্ষ নদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বুধবার দুপুরে বালিয়া বেইলী ব্রীজ সংলগ্ন কপোতাক্ষ খনন প্রকল্পের টিআরএম ভেড়িবাঁধ ভেঙে গ্রাম পাশর্^বর্তী গ্রাম প্লাবিত হয়।