খুবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবসে র‌্যালি, আলোচনাসভা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০১:১২:৫৮ পিএম

খুলনা অফিস: খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের আয়োজনে রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো-‘একটি স্বাস্থ্য সম্মত পৃথিবীর লক্ষ্যে ঐক্যবদ্ধ ফার্মেসী সেবা’। দিবসটি উপলক্ষে দুপুর ১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপউপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম।

পরে প্রধান অতিথি বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড, থ্রি মিনিটস্ টক এবং ফার্মা অলিম্পিয়াড-২০২২ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন উপ-উপাচার্য। এসময় তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।