সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০১:১৯:১৪ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও আসন্ন বর্ষা মৌসুমে সম্ভব্য জলাবদ্ধতা নিরসনের পূর্ব প্রস্তুতি গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম সচিব আলী নুর খান বাবুল, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন প্রমুখ।

বক্তারা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও আসন্ন বর্ষা মৌসুমে সাতক্ষীরা পৌরসভাসহ সর্বত্র সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের পূর্ব প্রস্তুতি দাবি জানান। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।