ঝড়ে অভয়নগরে শতবর্ষী বিদ্যালয়ের ছাঊনী উড়ে গেছে

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৩:৪৭:১০ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: ঝড়ের কবলে পড়ে যশোরের অভয়নগরে শতবর্ষী বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাউনী  উড়ে গেছে। শনিবার (১৪ মে) দিবাগত রাতে সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের টিনের চাল উড়ে যায়। গতকাল রবিবার সকালে সরেজমিনে যেয়ে দেখা যায়, ঝড়ের কবলে পড়ে বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেনী কক্ষের ছাউনীর টিন দুমড়ে-মুচড়ে নিচে পড়ে আছে। বেঞ্চগুলোতে ধূলিকণার আস্তারণে ভরে গেছে শ্রেণীকক্ষে বসার অযোগ্য হয়ে পড়েছে। যথাসময়ে মেরামত করা না গেলে শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হবে না বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। জানাগেছে, ১৯২৬ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও অবকাঠামোর দিক দিয়ে তেমন কোনো উন্নয়ন হয়নি। বিদ্যালয়ে প্রায় তিনশ’ ছাত্রছাত্রী থাকলেও ছাদের কোনো পাকা ভবন নেই।