দাকোপে মাছের উপকরণ ও খাবার বিতরণ

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৮:৩০:৫৩ পিএম

দাকোপ প্রতিনিধি: ২০২১-২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম -ফেজ ২ প্রজেষ্ট (এনএটিপি-২) এর আওতায় দাকোপ উপজেলার ১৮টি সিআইজি প্রদর্শনীতে উপকরণ মাছ ও মাছের খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে উপকরণ বিতরণ সভায় উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ১৮টি সিআইজি গ্রুপের সদস্যবৃন্দ।