বাঘারপাড়ায় কৃষি প্রণোদনা পেলেন ১৩শ’ কৃষক

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৭:০০:০৯ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী।

২০২১-২২ অর্থ বছরের খরিপ-১/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। ৯টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার ৩শ’ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে সার ও বিজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) সৌমিত্র কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী।