শিশু ফাতেমাকে বাঁচাতে পিতা-মাতার আকুতি

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১২:০৫:৫২ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ১৭ মাস বয়সে শিশু ফাতেমার ডান চোখের রেটিনাতে একটি টিউমার দেখা দেয়। যাকে প্রাইমারি আই ক্যানসার (রেটিনোব্লাস্টোমা) বলে। টিউমারটি ছিলো সাদা তিলের মতো। ধীরে ধীরে তা বড় হয়ে বিড়ালের চোখের মতো রূপনিয়ে চোখটি সম্পূর্ণ বাহিরে চলে আসে। একপর্যায়ে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে অপারেশন করে চোখটি ফেলে দেয়া হয়। কিন্তু চোখ হারিয়েও রেটিনোব্লাস্টোমা রোগ থেকে ফাতেমা সুস্থ হতে পারেনি। এখন ফাতেমার বয়স ৪ বছর। টিউমারটি দিনদিন বড় আকার ধারণ করেছে। ফাতেমাকে সুস্থ করে তুলতে আরো অনেক টাকার প্রয়োজন। সে খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের কৃষক জাফর শেখ ও আর্জিনা বেগমের ছোট মেয়ে। অর্থাভাবে গত ২ এপ্রিল থেকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে ফাতেমার।

এ বিষয়ে জাফর শেখ বলেন, জমি বন্ধক, গাছ-পালা বিক্রিসহ আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে এবং বাজার কালেকশন করে এ পর্যন্ত  ১০ লাখ টাকার মত ব্যয় করেছি মেয়ের চিকিৎসার পেছনে। পরবর্তী চিকিৎসা খরচ যোগাতে আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই মেয়েকে ক্যানসার থেকে বাঁচাতে দেশ-বিদেশের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়ে হাত বাড়িয়েছেন জাফর শেখ। হৃদয়বান ব্যাক্তির সাহায্য পেলে বেঁচে যেতে পারে শিশু ফাতেমা। সাহায্য পাঠানো বা যোগাযোগের নম্বর ০১৯২২-৩০৩২২৩।