দেবহাটায় ক্রয়কৃত সম্পত্তি দখল পাওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০১:০৭:০৮ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে টিকেট গ্রামে ক্রয়কৃত সম্পত্তি দখল পেতে রিপোটার্স ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাংবাদিক সম্মেলন করেন টিকেট গ্রামের সুধান্য মন্ডলের ছেলে রনজিত মন্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি টিকেট গ্রামের মৃত যাদব চন্দ্র বিশ^াসের ছেলে অরবিন্দু কুমার বিশ^াসের নিকট থেকে কুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর মৌজার ৬৪ নম্বর দাগে সাড়ে ৮২ শতক জমি তিনি কোবলা দলিলমূলে ক্রয় করেন।  ক্রয়ের পরে তিনি জমিতে গেলে টিকেট গ্রামের সাধু সরদারের ছেলে চন্দ্র কান্ত সরদার তাকে বাধা প্রদান করে। এরপর তিনি কুলিয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানের নিকট একটি আবেদন করেন। চেয়ারম্যান উভয়পক্ষকে ডেকে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি একটি সালিশ বৈঠক করেন। সালিশে তার জমি পাওনা হওয়ায় বিবাদী চন্দ্র কান্ত সরদারকে হারি হিসেবে ২ বছরের জন্য লীজ দেয়ার কথা উল্লেখ করা হয় এবং ২০২২ সালের জানুয়ারি মাসে তারা হস্তান্তর করবে বলে সিদ্ধান্ত লিখিত হয়। সিদ্ধান্ত মোতাবেক তিনি যথাসময়ে জমিতে গেলে বিবাদী চন্দ্র কান্ত সরদার জমি না দিয়ে তাকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। যার কারণে ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে পেতে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন।