ঝিকরগাছায় ভূমিহীনদের ঘর পরিদর্শন

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০২:২৮:৪৬ পিএম

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মান কাজ চলমান আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক একেএম ফজলুর রহমান। বৃহস্পতিবার বিকেলে তিনি গদখালী  ইউনিয়নের কামারপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ১২ টি পরিবারের বসবাসরত ঘর ও এই প্রকল্পের ৩য় ফেজে নতুন ডিজাইনে নাভারণে নির্মানাধীন ৫ টি ঘরের নির্মান কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছার উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি)  ডা. কাজী নাজিব হাসান, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, নাভারণের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সালমা খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি এনামুল হাসান সবুজ প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক এ প্রতিনিধিকে জানান, গদখালী  ইউনিয়নের কামারপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ১২ টি বসবাসরত পরিবারের সাথে কথা বলেন এবং এই প্রকল্পের ৩য় ফেজে নতুন ডিজাইনে নাভারনে নির্মাণাধীন ৫ টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।