ফায়ারম্যানের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১২:৪৪:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : চেক ডিজঅনারের অভিযোগে ফায়ারম্যান তৌহিদুজ্জামানের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার কেশবপুরের বড়েঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদ হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি তৌহিদুজ্জামান কেশবপুরের কন্দপপুর গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে ও খুলনা বটিয়াঘাটা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান।
মামলার অভিযোগে জানা গেছে, মামলার বাদী ও আসামি পূর্ব পরিচিত। আসামি তৌহিদুজ্জামান বাদী মাসুদ হোসেনকে ফায়ার সার্ভিসে চাকরি দেয়ার কথা বলে ১৩ লাখ টাকা গ্রহণ করেন। দীর্ঘদিন হলেও তৌহিদুজ্জামান তাকে চাকরি দিতে ব্যর্থ হন। এরপর তৌহিদুজ্জামানের কাছে টাকা ফেরত চাইলে ঘোরাতে থাকেন। গত ২৯ নভেম্বর তৌহিদুজ্জামান তার নিজনামীয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ লাখ টাকার একটি চেক দেন তাকে। গত ১ ডিসেম্বর চেকটি নগদায়নের জন্য কেশবপুর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। বিষয়টি উকিল নোটিশের মাধ্যমে তৌহিদুজ্জামানকে অবহিত করা হয়। পরে তৌহিদুজ্জামান টাকা পরিশোধ না করায় মাসুদ হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।