মণিরামপুরে শিক্ষার্থীদের শতভাগ করোনা টিকার আওতায় আনতে নির্দেশনা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৬:৫৯:৩৫ পিএম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : যশোরের মণিরামপুরে ১২-১৮ বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা শতভাগ নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলার ছোট-বড় বাজারে মুখে মাস্ক পরিধানে আইন প্রয়োগ করা হবে। করোনা প্রতিরোধে সরকারি বিধি নিষেধ মানতে প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। এ সময় শিক্ষা ব্যবস্থা সচাল করতে শিক্ষার্থীদের শতভাগ টিকা কার্যক্রমের উপর জোর দেয়া হয়। উপজেলার পৌর সভা ও ১৭ ইউনিয়নে চেয়ারম্যানের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা আওতায় আনতে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মাসুদ হোসেন জানান, উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ হাজার ৭০ জন করোনা টিকার আওতায় এসেছে। এখনো কিছু শিক্ষার্থী টিকা গ্রহণে বাকি আছে, যাদের টিকার আওতায় আনতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়েছে।