ডুমুরিয়ায় কৃষকের সংবাদ সম্মেলন

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৩:৪৪:০০ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় জমি-জমা নিয়ে একটি সালিশী বৈঠকে ওসির পক্ষপাতিত্ব আচরণের প্রতিবাদে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক প্রেমানন্দ সরকার রোববার সকালে প্রেসক্লাব মিলনায়নে এ সংবাদ সম্মেলন করেন। তিনি উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের পুত্র।

গত ১১ জানুয়ারি একটি লিখিত অভিযোগসহ ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের দ্বারস্থ হন কৃষক প্রেমানন্দ। অভিযোগ আমলে নিয়ে শনিবার উভয় পক্ষ নিয়ে একটি বসাবসি করেন ওসি। ওই সভায় স্থানীয়রাসহ উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। একপর্যায়ে ওসি ‘আমাদের কথায় গুরুত্ব না দিয়ে বলেন, যারা জমিতে দখলে আছে তারাই দখলে থাকবে। একথা শুনে আমরা ওসি’র কক্ষ থেকে বেরিয়ে আসি। আমরা জমির দখল পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’

এ বিষয়ে থানার ওসি ওবাইদুর রহমান বলেন, প্রেমানন্দ সরকারদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি। উভয় পক্ষকে বলেছি জমি নিয়ে আদালতে মামলা চলমান। সেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে-যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় থাকতে বলা হয়েছে মাত্র।