আলমডাঙ্গায় মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০১:০৩:২৬ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে দিনব্যাপী প্রযুক্তি গ্রহিতা মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি পোগ্রাম ফেজ-২ এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩৫ জন মৎস্য চাষি কর্মশালায় অংশ গ্রহণ করেন। মৎস্য আহরনোত্তর তা পরিচর্যা ও খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা শীর্ষক আলোচনা ছিলো এ প্রশিক্ষণের মুল বিষয়।

উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি’র সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান ও সোহেল রানা।