৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা: রাজগঞ্জ জোনে শহীদ স্মরণী ঝাঁপা স্কুল চ্যাম্পিয়ন

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৪:৪০:২৫ পিএম

জসিম উদ্দীন, রাজগঞ্জ: ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় স্কুল, কারিগরি শিক্ষা ও মাদরাসার ক্রীড়া সমিতির বিধি মোতাবেক ২০২২ সালের ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ক্রিকেট খেলা রাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে রাজগঞ্জ আঞ্চলিক ভেন্যু রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল লতিফ।

এ সময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রশিদ, ডুমুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক মো. রবিউল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. নূরুল ইসলাম, মো. জামশেদ আলী, উত্তম কুমার পাল, শ্যামল কুমার বিশ্বাস, মো. আব্দুল মাজিদ, ঝাঁপা আলীম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আহাদ আলী, ক্রীড়া শিক্ষক মো. বিল্লাল হোসেন, শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ঝাঁপি উত্তরপাড়া মহিলা মাদরাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুর রশিদ মুকুল, ডুমুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. জিয়াউর রহমান, ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কুন্তল রায়, চাঁপাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. জিল্লুর রহমান, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রশিদসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় রাজগঞ্জ জোনে, রাজগঞ্জ অঞ্চলের ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি মাধ্যমিক বিদ্যালয়, ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়, ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের চাঁপাতলা মাধ্যমিক বিদ্যালয় ও ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই ৪টি ইউনিয়নের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ক্রিকেট খেলায় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়। এদিনের খেলা পরিচালনা করেন রাকিবুল ইসলাম কাফি ও মেহেদী হাসান।