করোনা টিকা নিতে সাগরদাঁড়িতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০২:৫৩:৫৯ এম

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলায় সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে করোনা টিকা কেন্দ্রে টিকা নিতে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়। গত ৭ দিনে টিকা নিয়েছে ২০ হাজার  শিক্ষার্থী। গতকাল ৩ টি কেন্দ্রে টিকা নিয়েছে সাড়ে ৭ হাজার শিক্ষার্থী।

গতকাল ছিলো সাগরদাঁড়ি ইউনিয়নের ১ টি কলেজসহ ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার দিন। সরেজমিনে দেখা গেছে গতকাল মঙ্গলবার সকাল ১০ টা বাজার আগেই ৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি মাদ্রাসা ও ১ টি কলেজের মোট ২ হাজার ৬৮২ জন শিক্ষার্থীদের উপস্থিতিতে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চত্বর ছিলো মুখরিত। পরিষদের নিচে ও দোতলায় শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়। সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত টিকাদান কার্যক্রম তদারকী করেন। পরিষদে ২ হাজার ৬৮২ জন শিক্ষার্থী টিকা নিয়েছে। এদিকে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকে অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ২ হাজার ৫০৮ জন ও কেশবপুর হাসপাতালে ২ হাজার ৫শ’ শিক্ষার্থীদেরসহ মোট ৭ হাজার ৬৯০ জন শিক্ষার্থী গতকাল টিকা নিয়েছে।

গত ১১ জানুয়ারি কেশবপুর উপজেলার ২৪ হাজার শিক্ষার্থীর টিকা দেওয়া শুরু হয়। ১১ জানুয়ারি ৯শ জন, ১৩ জানুয়ারি ১ হাজার ৯৮০ জন, ১৫ জানুয়ারি ৩ হাজার ২৪৬ জন, ১৬ জানুয়ারি ১ হাজার ৬৮০ জন, ১৭ জানুয়ারি ৩ হাজার ৩৬ জন ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ ১ হাজার ৬৮২ জন এবং গতকাল ৩ টি স্থানে ৭ হাজার ৬৯০ জনসহ গত ৭ দিনে করোনা টিকা নিয়েছে ২০ হাজার ২১৪ জন শিক্ষার্থী। উপজেলা ব্যাপী শিক্ষার্থীদের টিকা গ্রহণে সার্বিক সহযোগিতায় ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম।