আলমডাঙ্গায় ব্লাক বেঙ্গল ছাগল পালনের উপর ৫ দিনের প্রশিক্ষণ

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০১:৫৪:৫৫ পিএম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও জাইকা’র যৌথ উদ্যোগে গ্রামীণ জনগোষ্ঠির আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ছাগল পালন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্লাক বেঙ্গল ছাগল পালনের উপর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সোমবার ছিলো শেষ দিন। শেষ দিনে প্রশিক্ষণ গ্রহণ করেন ৩০ জন ছাগল খামারি। ৫ দিনে ১৫০ জন খামারী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। গত ১৩ জানুয়ারি কর্মশালার উদ্বোধন করেন উপজেলা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ হিল কাফি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান মিতু। প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা বায়েজিদ খন্দকারের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা সরকারি ছাগল উন্নয়ন খামারের প্রাণি সম্পদ অফিসার আরমান আলী। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল খালেক, শাহিনুজ্জামান, লুৎফর রহমান, রাজিয়া খাতুন ও মনিরুল ইসলাম।