বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণমিছিল

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৫:৩৪:১০ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। 
মিছিলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. হেমায়েত উদ্দিন, সহসভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন, আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, লিয়াকত হোসেন লিটন, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, আজমল হোসেন, অধ্যাপক মাফিজুর রহমান, বাগেরহাট জেলা যুব লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেমস, শাহনেওয়াজ মোল্লা দোলন, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শরিফা খাতুন, রিজিয়া পারভীন, তানিয়া খাতুন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান মুজিবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিনা হাবিবুল হাসান শিপন, সাবেক সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক খান মনির হোসেন, সাংবাদিক মাসুম হাওলাদার, আওয়ামী লীগ নেতা আসাদ সরদার, সিরাজুল ইসলাম, আঃ লাহিল, শেখ রুহুল, মোঃ হারুন মীর, মনিরুল ইসলাম মাসুক, ওহিদুজ্জামান, এ্যড সিদ্দিকুর রহমান, আবু হেনাসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলকারীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সকল নেতাকর্মীকে আওয়ামী লীগের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।