​সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অ্যাম্বুলেন্স দিলো ভারত

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:৫৯:১৬ এম

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা  : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ভারত সরকারের দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপেিত্ব বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির হাতে ওই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এসময় মহান মুক্তিযুদ্ধে শহিদ বাংলাদেশি ও ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাতক্ষীরা সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি তার বক্তব্যে বলেন, ‘ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ ভারত সব সময় বাংলাদেশের বিপদে সহযোগিতা করেছে। তারই উদাহারণ বাংলাদেশের জনগণের জন্য এই অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে এমপি রবি আরো বলেন, বাংলাদেশ সীমান্তে নদীর বেঁড়ি বাঁধ নির্মাণ কাজ করতে সহযোগিতা কামনা করেছিলাম। তাই খুব শীঘ্রই বেঁড়ি বাধ নির্মাণ কাজ নিষ্পত্তি হতে যাচ্ছে।’ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাস খুলনা’র সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো.আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফিতা কেটে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। ভারত সরকার প্রদত্ত অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে রয়েছে আইসিইউ ও সিসিইউ।