ভোমরা স্থলবন্দরে ওমিক্রন প্রতিরোধে নানা পদক্ষেপ

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৪:২৪:৩৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি : করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নানা পদক্ষেপ গ্রহণ করা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ইমিগ্রেশন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সহায়তায় ভারত থেকে আসা আমদানিকৃত বিভিন্ন পণ্যবাহী ট্রাকের চাকায় ব্লিচিং পাউডার ও পানি দিয়ে ওয়াস করা, চালক ও তাদের সহকারীদের হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়।

স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মনিরুল ইসলাম জানান, ভারত থেকে আগত প্রতিটি পণ্যবাহী ট্রাকের চাকায় ব্লিচিং পাউডার ও পানি দিয়ে ওয়াস করা, চালক ও তাদের সহকারীদের হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, তাপমাত্রা দেখা, তাদের মাস্ক পরিধান করানো ও বন্দরের নিদিষ্টস্থানে রেখে তাদের খাওয়া ও অবস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন হলে ভোমরাসহ সাতক্ষীরায় ওমিক্রন ছড়ানোর আশংকা মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ভোমরা স্থল বন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্ত (প্রশাসন) আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, ইমিগ্রেশন ওসির পক্ষে এ এসআই জাহিদসহ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।