যোগ্য নেতা কখনও পদের পিছনে ছোটে না : নারায়ন চন্দ এমপি

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০১:৩৬:৪৯ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অপশক্তিকে অপসারন করার জন্য নিরলস কাজ করেছিলেন। শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় কালিবাড়ি ও মঠে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আরও বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য অপশক্তিরা সো”চার হয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, যোগ্য নেতা কখনও পদের পিছনে ছোটে না, পদ তাকে খুঁজে নেয়। এর আগে সম্মেলন উদ্বোধন করেন, পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি কৃষ্ণপদ দাশ। প্রধান বক্তা ছিলেন জেলার সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত। উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব গোবিন্দ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যদেন নিমাই চন্দ্র রায়, বিমান সাহা, রনজিত কুমার ঘোষ, রতন মিত্র, ডুমুরিয়া থানা ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, অজিত কুমার হালদার, বিষ্ণু প্রসাদ মল্লিক, চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, শোভারানী হালদার, অশোক আচার্য, অনন্ত কুন্ডু, তপন সাহা, শিশির সিংহ, শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ, তুষার দত্ত, প্রনব রাহা, রঞ্জন জোর্দ্দার, নারায়ণ মন্ডল, পরিতোষ বৈরাগী, বিভা বিশ^াস, প্রদীপ দেবনাথ, ভবতোষ মন্ডল, উত্তম বিশ^াস প্রমুখ। সম্মেলন শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটিতে নির্মল চন্দ্র বৈরাগীকে সভাপতি ও প্রভাষক গোবিন্দ ঘোষকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়।