নির্যাতিত শিশু আকলিমার পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:৪২:৪৪ এম

মাগুরা প্রতিনিধি : দীর্ঘ ১৮ মাস বাসা বাড়িতে কাজ করতে গিয়ে গৃহকর্ত্রী দ্বারা নির্যাতনের শিকার হয় শিশু আকলিমা। তাকে খাওয়ানো হয় বাচ্চার প্র¯্রাব ও বমি। এই নির্যাতনের সংবাদ দৈনিক স্পন্দনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর শিশু আকলিমার পাশে দাঁড়ান সৌদি প্রবাসী এক যুবক। ওই সৌদী প্রবাসী শিশুটির চিকিৎসার জন্য এককালীন অর্থ প্রদান করেন। এছাড়া শিশুটির ভবিষ্যতের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেন। 
বৃহস্পতিবার বিকেলে ওই প্রবাসীর পক্ষে শিশু আকলিমার হাতে নগদ অর্থ তুলে দেন সাংবাদিক কাসেমুর রহমান শ্রাবণ। এর আগে আকলিমাকে ২৩ ডিসেম্বর মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিন চিকিৎসা শেষে বাড়ি যায় শিশু আকলিমা।
আকলিমা মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের কুবাদ শেখের মেয়ে। ওই রাতেই শিশুটির দাদা তজলু শেখ বাদী হয়ে বাবু বিশ্বাস ও তার স্ত্রী লিপি বেগমকে আসামি করে শিশু নির্যাতন আইনে ৪/২ ধারায় মাগুরা সদর থানায় মামলা করেন। ওই রাতেই মাগুরার কলেজপাড়ার বাসা থেকে নির্যাতনকারী ওই গৃহবধূ লিপি বেগমকে আটক করে পুলিশ।