দাকোপে স্বাস্থ্য সেবামূলক কর্মপরিকল্পনা গ্রহণে আলোচনা

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৫:৩৪:১২ পিএম

দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে সূর্য্য ইয়োগা ট্রেনিং সেন্টারের উদ্যোগে স্বাস্থ্য সেবা মূলক কর্মপরিকল্পনা-২০২১ গ্রহণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বেলা ১১টায় পানখালী এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিপিবিনেতা কিশোর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, সংরক্ষিত এক নম্বর ওয়ার্ড সদস্য ছাবিনা ইয়াসমিন, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ, মামুনুর রশিদ, সূর্য্য ইয়োগা ট্রেনিং সেন্টারের পরিচালক ডাঃ সুকদেব রায়, শিক্ষক শহিদুল ইসলাম, সমাজসেবক মিজান ফরাজি, সুজিত কুমার রায়, তাপস কুমার রায়, শুভংকর রায়, শ্রীকৃষ্ণ রায়, ফিজিও থেরাপিষ্ট মঙ্গল রায় প্রমুখ। সভায় আকুপ্রেশার, ফিজিও, রিইকি থেরাপি বা চিকিৎসা, ফ্রি হ্যান্ড ইক্সাসাইজ চিকিৎসা, মেডিটেশন বা প্রোয়াণাম চিকিৎসা, বিভিন্ন মুদ্রা বা প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন শিক্ষা মূলক বার্তায় অনুপ্রণিত করা ও সভ্য ও আচার ভ্রষ্ট হতে সচেষ্ট হতে বক্তব্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন।